পহেলা বৈশাখঃ সংস্কৃতির নামে সাম্প্রদায়িকতার প্রচার!
লিখেছেন লিখেছেন রাফসান ১৪ এপ্রিল, ২০১৪, ০৬:৪৫:৪৫ সন্ধ্যা
সাম্প্রদায়িকতা মানে কি? সাম্প্রদায়িকতা মানে যদি কোন সুনির্দিষ্ট গোষ্টি, জাতি বা ধর্মের প্রতি অতি ভক্তিতা ও নিদর্শন নগ্নভাবে প্রচার করার নাম হয়, তাহলে পহেলা বৈশাখ উদযাপন কেন সাম্প্রদায়িকতার বহিঃপ্রকাশ নয়?
হিন্দু ধর্মাবলম্বীদের রীতি মুতাবিক মঙ্গলের নামে মঙ্গল শোভাযাত্রা।
হিন্দুদের রীতি অনুপাতে পান্তা ইলিশ!
হিন্দুদের রীতি অনুপাতে মুর্তি-মুখোশ নিয়ে আনন্দ র্যালী!
হিন্দুদের রীতি অনুসরণ করে খুশির দিনে গান-বাজনার আয়োজন!
হিন্দুদের রীতি অনুপাতে শাঁখা-সিদূর পরিধান!
বিজাতী রীতি অনুপাতে পুরুষ নারীর অবাধ মেলামেশা!
এর কোনটি এদেশের ৯০ভাগ মুসলমানদের কালচার? এর কোনটি বাঙ্গালীদের নিজস্ব কালচার? একটিও নয়। তাহলে মাত্র ৫ পার্সেন্ট হিন্দুদের কালচারকে ৯০ভাগ ব্যক্তিদের কালচারের বিপরীত উদযাপন কি সাম্প্রদায়িতা নয়?
সংখ্যালঘুদের কালচারকে সংখ্যালঘিষ্টদের মূল্যবোধ-বিশ্বাসের উপর প্রাধান্য দেয়ার নাম সাম্প্রদায়িকতা নয়?
বিষয়: বিবিধ
১২০১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বোকা মুসলমানরা বুঝতে পারে না যে অসাম্প্রদায়িকতার নামে তারা হিন্দুয়ানী বড়ি খাচ্ছে ।
সংষ্কৃতি ধরে রাখার আড়ালে বাংলাদেশের মুসলমানরা যে কুফরী কাজ করে যাচ্ছে এটা বোঝার মত ধর্মীয় জ্ঞান নেই তাদের ।
মন্তব্য করতে লগইন করুন